শোক দিবসের মিছিল নিয়ে কটূক্তি, কারাগারে মাদরাসাছাত্র
জাতীয় শোক দিবসের মিছিল নিয়ে কটূক্তির অভিযোগে সিয়াম সরকার (২০) নামের এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সিয়াম ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের বাসিন্দা ও পাবনা জেলা জামায়াতের সদস্য তাইবুর রহমানের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নওগাঁ ফাজিল মাদরাসার ছাত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগ একটি শোক মিছিল বের করে। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কেউ কেউ। ওই ভিডিও নিয়ে কমেন্টে সিয়াম সরকার তার ফেসবুক আইডি থেকে কটূক্তি করেন।
বিষয়টি নজরে এলে শুক্রবার উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে জানান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ভাঙ্গুড়া থানায় সিয়ামে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান জাগো নিউজকে বলেন, ওই মাদরাসাছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধুর স্মরণে বের করা মিছিল নিয়ে কটূক্তি করা দুঃখজনক ও অপরাধ। এ অপরাধীর শাস্তি দাবি জানাচ্ছি।
আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম