মেট্রোরেলের আট কোচ-চার ইঞ্জিন নিয়ে মোংলায় এমভি হোসি ক্রাউন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২২ আগস্ট ২০২২

মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আটটি কোচ, চারটি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এসব মালামাল নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, দুপুর নাগাদ জাহাজ থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু হবে।

এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) রাজধানীর উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোতে নেওয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪ টি ইঞ্জিন এসেছে।

এর আগে ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এসব মালামাল নিয়ে যাত্রা শুরু করে এমভি হোসি ক্রাউন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।