পাবনায় প্রতিপক্ষের টেঁটার আঘাতে বৃদ্ধ খুন
পাবনার সুজানগরে প্রতিপক্ষের টেঁটার আঘাতে খুন হয়েছেন জাহাঙ্গীর আলম (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। সোমবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সুজানগর উপজেলার জিয়লগাড়ি ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম জানান, এক প্রতিবেশীর সঙ্গে জাহাঙ্গীর আলমের কিছুদিন ধরে শত্রুতা চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরই সূত্র ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীরের মাথায় টেঁটাবিদ্ধ করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রামেরই কয়েকজন লোক জাহাঙ্গীরের মামাত ভাইয়ের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করেন। এ নিয়ে ওই মহলের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সোমবার দুপুরে দু’পক্ষের সংঘর্ষ বাধে।
পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, তারা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে রওয়ানা দেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস