ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই মামলায় শ্রমিক লীগ নেতার ছেলে কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরি ঠেকিয়ে ৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক লীগ নেতার ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়ার ছেলে মাসুদুর রহমান পাপেল (২৯), পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকার বিজয় সরকারের ছেলে হৃদয় সরকার (১৮), সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের নাগরবাড়ির ফরিদ মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম জয় (১৯)।
মামলার বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৈরাংকুল এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা বেগম পেশায় একজন স্কুল শিক্ষিকা। তিনি মুন্সিগঞ্জে একটি স্কুলে শিক্ষকতা করেন। কয়েকদিন আগে আব্দুল কালাম স্ত্রী আনোয়ারাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তার ছোট বোনের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে স্ত্রী ও ভগ্নিপতিকে নিয়ে আবুল কালাম দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের রিকশার গতিরোধ করেন।
ওসি আরও বলেন, ছুরি ঠেকিয়ে আবুল কালামের কাছে থাকা ৫ হাজার টাকা ও তার স্ত্রী আনোয়ারার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন তারা। এ সময় বাধা দিলে আনোয়ারার উরুতে ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা। স্বামী-স্ত্রীর চিৎকারে টহল পুলিশ আসতে দেখে ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগটি ফেলে পালিয়ে যান। আহত অবস্থায় শিক্ষিকা আনোয়ারা বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম