পাবনায় বৃদ্ধ হত্যা মামলায় কারাগারে ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৩ আগস্ট ২০২২
হত্যা মামলায় গ্রেফতার পাঁচজন

পাবনার সুজানগরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (৬২) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আকবর আলীর ছেলে প্রধান আসামি আশরাফ আলী, আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, আরশেদ আলীর ছেলে নাজমুল হোসেন এবং সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে মনিরুল ইসলাম।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, নিহত জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের হোসেন সকালে সুজানগর থানায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় আটক পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ব বিরোধের জের ধরে সুজানগর উপজেলার জিয়লগাড়ি ভবানীপুর গ্রামে সোমবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম নিহত হন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।