নিজ বাসায় যৌন উত্তেজক ওষুধের কারখানা, জরিমানা লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৩ আগস্ট ২০২২
বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ ও কাঁচামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত

এবার বাসাবাড়িকে কারখানা বানিয়ে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির অপরাধে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা পৌর শহরের আব্দুল হামিদ রোডের পাশে আব্দুস সাত্তার বিশ্বাস ভবনের পঞ্চম তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাবনা পৌর শহরের দিলালপুর মহল্লার মৃত আক্কাস আলী বিশ্বাসের ছেলে। এর আগেও বিভিন্ন সময়ে কয়েকবার তার কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি এবার সবার চোখ ফাঁকি দিতে বাসাবাড়িতেই কারখানা গড়ে তোলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরিফুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নামে-বেনামে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরি করে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শেষবারের মতো তাকে সুযোগ দেওয়া হয়েছে সংশোধনের জন্য। না হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।