৯টায়ও খোলেনি নীলফামারীর এলজিইডি-শিক্ষা অফিস
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টায় করার নির্দেশনা দিয়েছেন সরকার। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সরকারি নির্দেশনার দ্বিতীয় দিন হলেও নীলফামারীতে সে নির্দেশনা মানছে কেউ।
সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত নির্দেশনায় সকাল ৮টায় অফিস কার্যক্রম শুরুর কথা থাকলেও নীলফামারী এলজিইডি ভবনে উঠানো হয়নি জাতীয় পতাকা। ওপরে খোঁজ নিয়ে জানা গেলো আসেননি প্রকৌশলী সুজন কুমার কর।

একই চিত্র উপজেলা শিক্ষা অফিসের। সকাল ৯টা পার হলেও আসেনি শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার। কক্ষে ঝুলছে তালা। ক্যামেরা দেখে অফিস সহকারী তালা খুললেও বন্ধ ছিল রুম। এছাড়াও সেখানে উপস্থিত নেই অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।
উপজেলা শিক্ষা অফিসে অনুপস্থিতির কারণ জানতে চাইলে চতুর্থ শ্রেণির এক কর্মচারী জানান, স্যার কেন আসেনি জানি না। হয়ত স্কুল পরিদর্শনে গেছেন।

এ বিষয়ে সকাল ৯টা ৪মিনিটে মোবাইলে উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকারের কাছে অফিসে উপস্থিত থাকার কথা জানতে চাইলে তিনি জানান অফিসেই আছেন। তবে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে অবস্থানের কথা জানালে তিনি বলেন, আমার ভাতিজার খাবার দেওয়ার জন্য একটু বাহিরে আসছিলাম।
এদিকে সঠিক সময়ে অফিসে না আসার কথা জানতে চাইলে জেলা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর কোনো উত্তর দেননি।

পরে ৮মিনিট পর ৮টা ৫৩ মিনিটে কল দিয়ে জানান, তিনি অফিসে আগেই এসেছেন। তবে অফিসের আশপাশ ঘুরে দেখছিলেন। কিন্তু ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এলজিইডি ভবনে অবস্থানরত অবস্থায় অফিসের আশপাশে তাকে দেখা যায়নি।
পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি অফিসে পতাকা উত্তোলন করতে হয় না।
আরএইচ/জিকেএস