বাবার ইজিবাইকসহ নিখোঁজ, ৭ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৬ আগস্ট ২০২২

নীলফামারীর ডোমারে বাবার ইজিবাইকসহ নিখোঁজের সাতদিন পর আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়রাউতা মাঝাপাড়া এলাকার একটি গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ হোসেন উপজেলার ছোট রাউতা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

jagonews24

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিতে সার দিতে গিয়ে লালন নামের স্থানীয় এক কৃষক দুর্গন্ধ টের পান। পরে আশপাশের লোকজনদের ডেকে খোঁজাখুঁজি করলে সেচ পাম্প ঘরে মরিচের গাছ দিয়ে ঢাকা একটি মরদেহ দেখতে পান। তারা স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে বিষয়টি জানান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এরআগে গত ১৯ আগস্ট সন্ধ্যায় বাবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আরিফ। পরে কোথাও খুঁজে পেয়ে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরিফের বড় বোন ঝর্ণা আক্তার কেয়া।

এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।