নৈশপ্রহরীকে গাছে বেঁধে ১১ দোকানে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৮ আগস্ট ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশপ্রহরীসহ পাঁচজনকে গাছে বেঁধে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, চাল, টেইলার্স, টেলিকম পণ্যসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান।

স্থানীয় একটি কীটনাশক দোকানের মালিক জাকারিয়া বলেন, ‌‘আমার দোকানে তালা ভেঙে লক্ষাধিক টাকার কীটনাশকসহ অন্যন্য জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতের দল।’

টেইলার্সের মালিক মনির হোসেন বলেন, ‘আমার দোকানের ক্যাশবাক্স থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা ও প্রায় এক লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।’

মানিক টেলিকমের মালিক মানিক জানান, তার টেলিকমের দোকান থেকে কম্পিউটার, প্রিন্টার, মোবাইলসহ অনেক মালামাল ছিল। তালা কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।

সাইফুল ইসলামের আড়ত থেকে ১৩ বস্তা চাল নিয়ে গেছে ডাকাত দল। এছাড়া হামিদ, সুজন, সাদিকুল, তোসাদ্দেক, রাজ্জাক, শাহজাহান ও রুবেলের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

নৈশপ্রহরী গনেশ কর্মকার বলেন, ‘আমি ও সচিন দুজন রাতে ডিউটিতে ছিলাম। রাত আনুমানিক ২টার দিকে ১০-১৫ জনের একটা দল এসে আমাদের চোখ বেঁধে ফেলে। এ সময় আমরা দুই নাইট গার্ডসহ আরও তিনজন সেখানে ছিলাম। আমাদের সবাইকে ধরে নিয়ে গিয়ে কিছুটা দূরে আমগাছের সঙ্গে বেঁধে রাখেন। তারপর তারা দোকানের মালামাল পিকআপে করে নিয়ে চলে যায়।’

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, গভীর রাতে দেওপুরা এলাকার বেশ কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানগুলোর তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার আলামত পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

সোহাম মাহমুদ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।