চাঁদাবাজরা শুধরে যান, নইলে পরিণাম ভালো হবে না: নিক্সন চৌধুরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৯ আগস্ট ২০২২

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছেন, তার নির্বাচনী এলাকায় কােনো সন্ত্রাসী, চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাসী যত বড়ই হােক, যে দলই করুক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির সামনে আয়ােজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, ‘আমার কাছে সব খবর আছে, কে কে চাঁদাবাজি করেন, কীভাবে করেন? হারায় (হারিয়ে) যাবেন। জনগণ ক্ষেপলে খুঁজে পাওয়া যাবে না। তাই আজ এই সভা থেকে সতর্ক করছি, সন্ত্রাসী, চাঁদাবাজরা শুধরে যান, নইলে পরিণাম ভালো হবে না।’

স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাে. কাউসার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক শাহাদৎ হােসেন, আওয়ামী লীগ নেতা আনােয়ার আলী মােল্যা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম তালুকদার প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।