সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের তাদের মৃত্যু হয়।
তারা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেকুইজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)।
স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশের শালদিঘা হাওরে মাছ ধরতে যান খোকন মিয়া ও তার ছোট ভাই জিলন মিয়া। এসময় বজ্রপাত হলে তারা আহত হয়। পরে পরিবারের লোকজন ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান জানান, নিহতদের বাড়িতে এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
লিপসন আহম্মেদ/এএইচ/জিকেএস