হাসপাতালে দুমাস ধরে ওষুধের সরবরাহ কম, বিপাকে রোগী-স্বজনরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ৩০ আগস্ট ২০২২

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুমাস ধরে ওষুধ সরবরাহ কম আসছে। জনবলের পাশাপাশি ওষুধ সংকট থাকায় সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে ভর্তি হওয়া রোগীদের ভোগান্তি বেড়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখান থেকে বছরে প্রায় ৭৫ হাজার থেকে ৭৬ হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এর মধ্যে আউটডোরে প্রায় ৬০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ওষুধ সরবরাহ করা হয়। ইনডোরে প্রায় ১৫-১৬ হাজার রোগীকে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চলতি বছরের জুন মাসের পর নতুন বাজেটের বরাদ্দ না আসায় দুমাস ধরে ওষুধ সংকট দেখা দেয়। জনবলের পাশাপাশি ওষুধও সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতালে আসা আউটডোরের রোগী ফয়লাহাটের আসমা, তালবুনিয়া গ্রামের লাবনী ও বাইনতলার বাসিন্দা ইউনুস আলী জানান, তারা ডাক্তার দেখিয়েছেন। শুধু প্যারাসিটামল, অ্যান্টাসিড ও আয়রন ট্যাবলেট দিয়েছেন। অন্য ওষুধ বাইরে থেকে কিনে নিতে প্রেসক্রিপশন দিয়েছেন।

হাসপাতালে ভর্তি থাকা রোগী মাহামুদ বলেন, ‘প্রায় সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।’ একই কথা জানালেন বৃদ্ধ আহম্মদ আলীও।

রোগী ও স্বজনরা মনে করেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও উপমন্ত্রী হাবিবুন নাহার একটু সুদৃষ্টি দিলে ওষুধ সংকটের সমাধান সম্ভব।

রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কমিশনের সদস্য এম এ সবুর রানা বলেন, ‘সরকারি হাসপাতালে যাওয়া রোগীরা যাতে ভোগান্তির শিকার না হয় এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো একান্ত জরুরি। দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ওষুধ সরবরাহ ব্যবস্থা সহজিকরণ করতে হবে। প্রয়োজনে স্থানীয় বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের সমন্বয়ে কমিটি গঠন করে দ্রুত ওষুধ সরবরাহের ব্যবস্থা করতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জাগো নিউজকে বলেন, দুমাস ধরে হাসপাতালে ওষুধ সরবরাহ কম। এছাড়া হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি। ফলে ওষুধের সংকট দেখা দিয়েছে।

সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ওষুধ সংকটের বিষয়টি আমার জানা নেই। তবে রাতে টিএইচওর সঙ্গে কথা বলে বিষয়টি জানবো। সংকট থাকলে দ্রুত ব্যবস্থা নেবো।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।