খুঁটিতে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলায় খুঁটিতে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৫২) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষখালী বাজারে এ ঘটনা ঘটে। হালিম বিষয়খালী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জাগো নিউজকে বলেন, বিকেলে বিষয়খালী বাজারে বাংলালিংক টাওয়ারের সঙ্গে সংযুক্ত তার মেরামত করতে খুঁটিতে ওঠেন হালিম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম