ফেনীতে অটোরিকশা থেকে ছিটকে ভটভটি চাপায় শিশু নিহত
ফাইল ছবি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটি চাপায় মুসাদ্দিক আলম নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের সুবেদারী এলাকায় বুধবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মুসাদ্দিক উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটি চাপায় শিশু মুসাদ্দিক গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এমআরআর/জিকেএস