যশোরে বিদেশি মদসহ ৩ ভারতীয় গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস (২৮), উত্তম দাসের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।

তারা বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসায় বাংলাদেশে আসেন। বেনাপোল চেকপোস্টের ডিউটি ফ্রি দোকান থেকে মদগুলো কিনে যশোরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ সূত্র জানায়, যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করছিলেন শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সরকার। এ সময় একটি ইজিবাইকে তিনজন যাত্রীকে দেখে তার সন্দেহ হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।