ফরিদপুর জেলা জাসাসের সেক্রেটারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুর জেলা জাসাসের সেক্রেটারি আরিফুর রহমান বকুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পুরাতন এক মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১২ সালে করা চাঁদাবাজির এক মামলায় আসামি ছিলেন আরিফুর রহমান বকু। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এদিকে, আরিফুর রহমান বকুর ভাই আবিদুর রহমান জাগো নিউজকে জানান, দুই হাজার কোটি টাকা পাচারের মামলার প্রধান আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সময়কালে তার নির্দেশে চাঁদাবাজি এ মিথ্যা মামলা করা হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের সময় পুলিশ আদালতের কোনো পরোয়ানা দেখায়নি। সাদা পোষাকে তিনজন পুলিশ এসে তাকে নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। পরে পোষাক পরিহিত পুলিশের আরেকটি দল এসে গ্রেফতার তালিকায় নাম রয়েছে জানিয়ে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জাগো নিউজকে জানান, আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।