শিবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় নাঈম (২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় ধুইনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাঈম উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামের হাকিদুল ইসলাম ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে নানার বাড়ি কয়লার দিয়াড় ধুইনাপাড়া এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল নাঈম। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রলিচালক শামীম পালিয়ে গেছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রলিচালক পালিয়ে গেছেন।
সোহান মাহমুদ/আরএইচ/এএসএম