শিবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় নাঈম (২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় ধুইনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামের হাকিদুল ইসলাম ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে নানার বাড়ি কয়লার দিয়াড় ধুইনাপাড়া এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল নাঈম। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রলিচালক শামীম পালিয়ে গেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রলিচালক পালিয়ে গেছেন।

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।