নৌকাবাইচ দেখতে এসে গড়াই নদে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ রয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঘোড়ারইঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। নিখোঁজের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালি গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম (৩৫) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী (৩৬)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গড়াই নদে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। এ উপলক্ষে নদী তীরে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী নিখোঁজ হন। আহত হন আরও দুজন।

কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কর্মীরা কাজ করছেন।

আল মামুন সাগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।