পঞ্চগড়ে ওজনে কারচুপি, পাম্প মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদায় ওজনে অকটেন কম দেওয়ায় জান্নাত ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন পঞ্চগড়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। একই অভিযানে সাকোয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কয়েকটি পেট্রল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় চন্দনবাড়ি এলাকার জান্নাত ফিলিং স্টেশনে অকটেন পরিমাপে কম দেওয়ায় ওই পাম্প মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসিকে দুই হাজার ও দুই ভাই চালঘরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরেশ চন্দ্র বর্মণ বলেন, বাজার তদারকির অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।