বেনাপোলে বিস্কিট ও শনপাপড়ির প্যাকেটে মিললো ডলার-রিয়াল

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৪৭ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি ও টাকাসহ আশিক মিয়া (২৬) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আশিক মিয়া শরীয়তপুরের জাজিরা থানার কলিমউল্লাহ মাস্টার কান্দি গ্রামের নুরুল হকের ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে আটক করা হলেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি প্রেস নোটের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানায়।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, শনিবার সকালে বেনাপোল চেকপোস্ট আইসিপির আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবির নিয়মিত তল্লাশিকালে ভারত থেকে আগত আশিক মিয়া নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে ব্যাগের ভেতরে ভারতীয় বিস্কিট ও শন পাপড়ির প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরে তার ব্যাগ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অফিসারের উপস্থিতিতে অধিকতর তল্লাশি করলে শন পাপড়ি ও বিভিন্ন ধরনের বিস্কিটের প্যাকেটে সাজানো ২২ হাজার ৩০০ ইউএস ডলার, ৫৭ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার কানাডিয়ান ডলার, ৭২০ ভারতীয় রুপি, ৭ হাজার ৪৩০ টাকা ও ৮ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে উদ্ধার করা বিদেশি মুদ্রা, মাদকসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

এমএএইচ/এফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।