কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়া শহরতলীর এলজিইডি ভবনের সামনে ডাম্পট্রাকের ধাক্কায় মনিনুর ইসলাম মনু (৩৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্পট্রাক জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

মনিরুল কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া এলাকার মৃত আফতাব বিশ্বাসের ছেলে। তিনি একটি কোম্পানিতে জুনিয়র হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার বিকেলে উিউটি শেষ করে নিজ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন মনিরুল। পথিমধ্যে শহরের এলজিইডি ভবনের কাছাকাছি পৌঁছালে মনির সামনে থাকা ডাম্পট্রাকটি পেছনে ব্যাক করে। এসময় গাড়িটির ব্যাকডালায় ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষণিক স্থানীয়ারা ধাওয়া করে ডাম্পট্রাকটি জব্দ ও চালককে আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান জানান, ডাম্পট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

আল মামুন সাগর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।