আইনজীবীর বাসায় বাল্যবিয়ে, বন্ধ করলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে এক আইনজীবীর বাসায় বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেই বিয়ে বন্ধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল হক।

এসময় বরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড় পান ওই আইনজীবী।

শনিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলা সদরের ধাক্কামারা এলাকার আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলামের বাড়ির ব্যক্তিগত অফিস কক্ষে ঘটনাটি ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পঞ্চগড়ে অনেক সময় অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীকে হলফনামার (এফিডেভিট) পর আদালতের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে এমন একটি বিয়ে দেওয়া হচ্ছে বলে তথ্য আসলে সেখানে অভিযান চালানো হয়। এসময় কিশোর-কিশোরীর অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সদর থানা পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর শাহিনুর রহমানকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুল হক।

এছাড়া, আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলাম নিজের ভুল বুঝতে পেরে সাজা হিসেবে মুচলেকা দিয়ে ছাড় পান। মুচলেকায় তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না এবং আগামী একমাসে বাল্যবিয়ে বন্ধে অন্তত পাঁচটি সচেতনতামূলক কাজ করবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন বলেও তিনি মুচলেকায় উল্লেখ করেন। পরে ওই কিশোর-কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হলফনামার মাধ্যমে বাল্যবিয়েতে সহযোগিতার অভিযোগ থাকায় আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলাম মুচলেকা দিয়ে ছাড় পান। মুচলেকায় তিনি এক মাসের মধ্যে বাল্যবিয়ে বন্ধে পাঁচটি সচেতনতামূলক কাজ করবেন বলে উল্লেখ করেন।

সফিকুল আলম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।