ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে টিকা নিতে বাড়ি থেকে বের হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মিম আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের রাজু শেখের মেয়ে।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিমের মামা মুন্নু আমিন জানান, মিম সকাল সাড়ে ১০টার দিকে মা ও দাদির সঙ্গে পাশের বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার জন্য বের হয়। তারা নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক মিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, ইজিবাইকটি শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।