ঝুমন দাসের জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে ঝুমন দাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ঝুমন দাসের জামিন নামঞ্জুর করেছেন বিচারক। রোববার (৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার জামিন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, রোববার দুপুরে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে দ্বিতীয়বার ঝুমন দাসের জামিন আবেদন করেন তার আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। তবে এসময় আসামি ঝুমন দাসকে আদালতে তোলা হয়নি। কারাগারে রেখেই তার জামিনের আবেদন করা হয়।

ঝুমন দাশের আইনজীবী অ্যাডভোকেট পঙ্কজ কুমার বলেন, আজকে আসামি ঝুমন দাসকে কারাগারে রেখে তার জামিন আবেদন করি। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন।

সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও এলাকার গুপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট দেন। এ ঘটনায় গত মঙ্গলবার (৩০ আগস্ট) থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে শাল্লা থানা পুলিশ। রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয় ঝুমনকে। পরে ৩১ আগস্ট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

লিপসন আহমেদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।