হাসপাতালের ফ্রিজে মাংস, জরিমানা ৭ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্যাথলজি বিভাগের ফ্রিজে মাংস রাখার দায়ে মদিনা জেনারেল হসপিটালকে সাত হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে প্যাথলজি বিভাগের ফ্রিজে মাংস রাখার দায়ে মদিনা জেনারেল হাসপাতালকে সাত হাজার টাকা, সেবামূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল না থাকায় শেফা প্যাথলজিকে পাঁচ হাজার, সিটি জেনারেলকে পাঁচ হাজার এবং হেলথ এইডকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।