হাসপাতালের ফ্রিজে মাংস, জরিমানা ৭ হাজার
সিরাজগঞ্জে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্যাথলজি বিভাগের ফ্রিজে মাংস রাখার দায়ে মদিনা জেনারেল হসপিটালকে সাত হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে প্যাথলজি বিভাগের ফ্রিজে মাংস রাখার দায়ে মদিনা জেনারেল হাসপাতালকে সাত হাজার টাকা, সেবামূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল না থাকায় শেফা প্যাথলজিকে পাঁচ হাজার, সিটি জেনারেলকে পাঁচ হাজার এবং হেলথ এইডকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।
এসআর/এএসএম