ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

আরিফ উর রহমান টগর আরিফ উর রহমান টগর টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার ও টিকটক ভিডিও ধারণ শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে কর্তৃপক্ষ। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পরে আসার জন্যও বলা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোন ব্যবহার, টিকটক ভিডিও ধারণ ও ফেসবুকে আসক্ত থাকে। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পরে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও লেখাপড়ার ক্ষতি হয়।

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কলেজ অধ্যক্ষ।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।