২৪ ঘণ্টায় সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রীর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী সাজ্জিদা খাতুনের (১৩) সন্ধান ২৪ ঘণ্টায়ও মেলেনি। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী শেখ।
তিনি বলেন, রোববার বিকেল থেকেই অভিযান চলছে। কিন্তু নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল ও শিবগঞ্জের একটি ইউনিট উদ্ধারে কাজ করছে।
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব বলেন, রোববার রাত ১২ পর্যন্ত আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। অনেক চেষ্টার পরেও খুঁজে না পেয়ে অভিযান স্থগিত করা হয়। মরদেহ যেন পদ্মায় ভেসে না চলে যায় তাই নৈশপ্রহরী বসানো হয়। ফের সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অভিযান শুরু করেছে। তবে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এর আগে রোববার দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট এলাকার সাহেবের ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। একপর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় সাজ্জিদা খাতুন নিখোঁজ হয়। ওই স্কুলছাত্রী স্থানীয় চর নামো জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার মৃত কাজেম আলীর মেয়ে।
সোহান মাহমুদ/এমআরআর/এএসএম