পঞ্চগড়ে কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদায় কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বোদা পৌরসভার সাতখামা এলাকার (সীমানা জটিলতায় এখনো আটোয়ারী উপজেলার অন্তর্ভুক্ত) ঝলঝলি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে মৃত ব্যক্তিদের স্বজন ও উৎসুক লোকজন ওই কবরস্থানে ভিড় করেন। খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

jagonews24

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পাশের এলাকার বাসিন্দা শামসুল হক নামের এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি কয়েকটি কবর খোলা এবং বেশ কিছু কুকুর দেখতে পান। বিভিন্ন কবরের বাঁশের বেড়া ও বাঁশ এদিক সেদিক ছড়ানো ছিল। কয়েক জায়গায় কাফনের কাপড়ও ছড়িয়ে ছিটিয়ে ছিল।

তিনি বিষয়টি আশপাশের লোকজনদের জানান। খবর পেয়ে কবর দেখে কঙ্কাল চুরির ঘটনাটি বুঝতে পারেন স্বজনরা।

jagonews24

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজানসহ ১২টি কবরের কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের। তারা টর্চলাইট জ্বালিয়ে দেখেন কয়েকটি কবরে মরদেহ নেই। পরে খোলা এসব কবর আবারও মাটি চাপা দেওয়া হয়।

মরহুম মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ছেলে মো. সোহেল বলেন, ‘দেশের জন্য বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেন। তার কবর মৃত্যুর পরও সুরক্ষিত নয়। এসব অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ‘করবস্থানে গিয়ে বুঝতে পারি আমার ভাবির লাশটিও কে বা কারা নিয়ে গেছে। কবরস্থানের চারদিকে সীমানা প্রাচীরসহ করব দেওয়া ব্যক্তিদের কঙ্কাল সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহাড়ার প্রয়োজন।’

এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘ওই কবরস্থানের সাতটি কবর থেকে হাড় বা কঙ্কাল চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এ নিয়ে সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া চলছে।’

jagonews24

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুল আলম হালিম বলেন, উপজেলা প্রশাসন থেকেও বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এরআগেও বোদা উপজেলায় একাধিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুর দিকে একই উপজেলার চন্দনবাড়ি ও ভাসাইনগর কবরস্থানের কবর থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়ে যায়।

সফিকুল আলম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।