বাগেরহাটে হিস্টেরিয়া রোগে ১০ শিক্ষক-ছাত্রী আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

বাগেরহাটের চিতলমারীতে হিস্টেরিয়া (মাস সাইকোজেনিক ইলনেস) রোগে এক শিক্ষিকা ও ৯ ছাত্রী আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিস্ত্রি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থদের মধ্যে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস (২৭), ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আরিশা আক্তার (১২), নওশিন আক্তার (১৩), সুস্মিতা রায় (১২), সুইটি হীরা (১২) ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আশামনিকে (১১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজনকে বিদ্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল আমিন জাগো নিউজকে বলেন, এটা এমন এক ধরনের রোগ, যেটা মানসিক দুশ্চিন্তা ও ভয় থেকে হয়।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।