বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইল, যুবকের মোটরসাইকেল-টাকা লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

ফেনীতে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে রাজিব মজুমদার (৩৫) নামের এক যুবকের মোটরসাইকেল ও টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নাজির রোডে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। রাজিব সদর উপজেলার দেবীপুর গ্রামের বসন্ত মাস্টার বাড়ির দুলাল মজুমদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে চট্টগ্রামে যাওয়ার পথে মাহি নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় রাজিবের। তিনি ফেনী পৌরসভার নাজির রোডে বসবাস করেন। এরপর তাদের সঙ্গে মোবাইলে কথা হয়। মঙ্গলবার সকালে রাজিবকে মাহির বাসায় দাওয়াত দেন। রাজিব মোটরসাইকেলযোগে মাহির বাসায় যান। বাসায় যাওয়ার কিছু সময় পর বিদ্যুৎ চলে যায়।

এ সময় মাহির সহযোগী পাঁচ যুবক রাজীবকে আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও করতে বাধ্য করে। এরপর রাজীবকে চড়-থাপ্পড় কিল-ঘুষি ও লাথি মারেন তারা। ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ ৫ হাজার ৭০০ টাকা, ১৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন এবং ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল নেয়। বিকাশে ১০ হাজার টাকা নিয়ে বিকেল পৌনে ৪টার দিকে রাজিবকে ছেড়ে দেয় তারা। রাজিব ফেনী মডেল থানায় মাহিসহ ওই পাঁচ যুবকের নামে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।