গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পঙ্কজ চন্দ্র মণ্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুর-ময়মনসিংহ রেল রুটে এ ঘটনা ঘটে।
পঙ্কজ চন্দ্র মণ্ডল নগরীর নিলেরপাড়া বটতলা এলাকার মলিন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি জয়দেবপুর প্রকৌশলী ভবনের ডায়াবেটিস সমিতি সেন্টারে চাকরি করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শহীদুল ইসলাম বলেন, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস