যশোরে আট মাসে যক্ষ্মায় আক্রান্ত ৩ হাজার ২৩, মৃত্যু ১১ জনের
যশোরে গত আট মাসে তিন হাজার ২৩ জন যক্ষ্মারোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৬ জন শিশুও রয়েছে। এছাড়া এ রোগে মারা গেছে ১১ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৩২ জন। বর্তমানে জেলায় যক্ষ্মায় আক্রান্ত দুই হাজার ৬৯১ জন চিকিৎসাধীন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রেডক্রিসেন্ট যশোরের মিলনায়তনে অ্যাডভোকেসি সভায় এ তথ্য উপস্থাপন করে ব্র্যাক। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) যশোরের উদ্যোগে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মধ্যে এখন স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। এখন কিছু হলেই মানুষ চিকিৎসকের কাছে ছুটে যান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা রোগী শনাক্তের জন্য জেলায় জেলায় পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মারোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে।
তারা আরও জানান, কারো ২ সপ্তাহের বেশি কাশি, সন্ধ্যায় জ্বর, শ্বাসকষ্ট ও খাবারে অরুচি হলে কফ পরীক্ষা করতে উৎসাহিত করার জন্য আহ্বান জানানো হয়।
জেলা নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএ বাতেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ব্র্যাক যশোরের এরিয়া সুপারভাইজার শেখ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলন রহমান/আরএইচ/এএসএম