যশোরে ১৪ লিটার ফেনসিডিলসহ আটক দুজনের যাবজ্জীবন
যশোরে ১৪ লিটার ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানার অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোডের মৃত এবাদত হোসেনের ছেলে এনামুল হক এ্যানি ও যশোরের চৌগাছা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে রাজ্জাক ওরফে লেল্টু।
আদালতের অতিরিক্ত পিপি আলতাফ হোসেন জানান, ২০০৫ সালের ২৬ জুলাই সকাল ৮টার দিকে সন্দেহভাজন দুজনের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় পলিথিনে মোড়ানো ১৪ লিটার তরল ফেনসিডিল, পাঁচটি ফেনসিডিলের খালি কর্ক ও কিছু লেভেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ আটকদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে চৌগাছা থানার এসআই বিপ্লব কুমার দত্ত দুজনকে অভিযুক্ত করে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মিলন রহমান/আরএইচ/জিকেএস