ফেনী জেলা মহিলা পার্টির সভাপতি আইরিন, সম্পাদক শারমিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

ফেনী জেলা জাতীয় মহিলা পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফারহানা আইরিনকে সভাপতি ও শারমিন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা মহিলা পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সালমা ইসলাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক হেনা খান পন্নি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, যুগ্ম-মহাসচিব বেলাল হোসেন, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি প্রমুখ।

এ সময় জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।