ব্যারিস্টার সুমনের খেলা দেখতে উপচেপড়া ভিড়, ধসে পড়লো টিনের ছাউনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপচেপড়া ভিড়ে একটি ভবনের টিনের ছাউনি ধসে পড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও রোড কলোনি জেনারেল ক্লাব মাঠে সুগার মিলস কলোনি একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তিনটি ম্যাচ খেলার জন্য নিজের টিম নিয়ে ঠাকুরগাঁও এসেছেন ব্যারিস্টার সুমন। তার টিমের ম্যাচ দেখতে মাঠে হাজির হন প্রায় অর্ধলাখ মানুষ। দর্শকরা মাঠের আশপাশের ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন। এ সময় মাঠের পশ্চিম পাশে একটি ভবনের টিনের ছাউনি ধসে পড়ে দর্শকের চাপে। এতে কয়েকজন নিচে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি বলেন, জেলাবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমনসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একজন আইনি পেশার মানুষ হয়েও মানবিক কাজ ও ফুটবলপ্রেমী মানুষের দৃষ্টান্ত তিনি। আমরা আশা করছি ঐতিহাসিক এ প্রীতি ম্যাচের মাধ্যমে আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা জন্মাবে।

তানভীর হাসান তানু/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।