নদীতে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় ফারুক হোসেন (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফারুক ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ময়নাগুড়ি করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান ফারুক। বিকেলে গভীর পানিতে ডুবে পাথর উত্তোলনের এক পর্যায়ে নদীর ধারের মাটি ধ্বসে তার ওপর পড়ে। এদিকে ফারুককে পানির ওপরে উঠতে না দেখে অন্য শ্রমিকরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে নদীর পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে শ্রমিকরা।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, নদীতে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়। তবে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।