কুড়িগ্রামে গ্যাস সংকট, ১২ কেজির সিলিন্ডার ২০০০ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

কুড়িগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সংকট দেখা দেখা দিয়েছে। অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা।

কুড়িগ্রাম পৌরশহরের বেশ কয়েকটি এলপি গ্যাস সরবরাহকারী দোকানে খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন ধরে কুড়িগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। চড়া দামেও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সরবরাহকারী ডিপোগুলোতে সিলিন্ডার থাকা সত্ত্বেও গ্যাস দিচ্ছে না। তারা গ্যাস না দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ বলছেন না বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

সিলিন্ডার বিক্রেতা মেসার্স অনিমা ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র জাগো নিউজকে বলেন, ‘প্রতিদিন গ্যাস নিতে আসা লোকজন খালি হাতে ফিরে যাচ্ছেন। ঘরে গ্যাস সিলিন্ডার না থাকলে কোথায় পাবো? ডিপোতে কথা বলেছি। তারা বলেছে গ্যাস নেই। আমার দোকানে একটা সিলিন্ডার ছিল। গতকাল ১৫০০ টাকা দরে বিক্রি করে দিয়েছি।’

গ্যাস সিলিন্ডার নিতে আসা আক্তারুজ্জামান বলেন, ‘শহরের সব দোকানগুলোতে ঘুরেও সিলিন্ডার পাইনি। শেষে একটি দোকান থেকে ১২ কেজি ওজনের সিলিন্ডার দুই হাজার টাকা দামে কিনতে হলো।’

গ্যাসে রান্না করা গৃহবধূ মোছা. আছমা খাতুন জাগো নিউজকে বলেন, ‘গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় রান্না করছি। রান্না করতে গিয়ে লোডশেডিংয়ে খুবই বিড়ম্বনায় পড়েছি।’

তবে সিলিন্ডার মজুদ থাকার বিষয়টি অস্বীকার করেন কুড়িগ্রামের গ্যাস সরবরাহকারী ডিপো মেসার্স পনির অ্যান্ড সন্সের ম্যানেজার আব্দুস ছালাম।

তিনি জাগো নিউজকে বলেন, আমাদের ডিপোতে কোনো গ্যাস নেই। গত পাঁচদিন ধরে ঢাকা থেকে সিলিন্ডার আসছে না। আগামী পরশু গ্যাস সিলিন্ডারের ট্রাক আসবে। দাম বাড়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

এসআর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।