ফরিদপুরে ছাত্রকে বলাৎকার, মাদরাসার অধ্যক্ষ কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২
পুলিশের হাতে গ্রেফতার মাদরাসার অধ্যক্ষ আরিফ বিল্লাহ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছাত্রকে বলৎকারের অভিযোগ মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আরিফ বিল্লা আলফাডাঙ্গা উপজেলার শিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি বারাংকুলা এমদাদিয়া কাশেমউলুম কওমি মাদরাসার অধ্যক্ষ এবং দিঘিরপাড় জামে মসজিদদের ইমাম।

এর আগে ভোরে বোয়ালমারী থানা পুলিশ আরিফ বিল্লাহকে দিঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রমজান মাসে সেহরি খেয়ে দিঘিরপাড় জামে মসজিদের ভেতরে ওই ছাত্রকে বলৎকার করেন মাদরাসার অধ্যক্ষ আরিফ বিল্লা। তার কয়েক মাস পর ১ আগস্ট রাতে মসজিদে নিয়ে আবারও বলৎকার করেন তিনি। ঘটনার পর ছাত্র মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। সম্প্রতি জানাজানি হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, মাদরাসাছাত্রকে বলৎকারের ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে রোববার থানায় একটি মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।