কুড়িগ্রামে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেলো চালকের
প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর ডাক্তারপাড়া গ্রামের হাফেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে অটোরিকশা চালানো শেষে বাড়ি ফেরেন শফিকুল। এসময় অটোরিকশা চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন অটোরিকশা চার্জ দিতে গিয়ে শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআরআর/এমএস