যশোর কারাগারে ফাঁসির আসামির মাথা ফাটালেন আরেক আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

যশোর কেন্দ্রীয় কারাগারে আবদুল জব্বার (৪০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ওপর হামলা করেছেন আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গুরুতর অবস্থায় তাকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।

আহত আবদুল জব্বার মেহেরপুরের গাংনী উপজেলার আবদুর রহমানের ছেলে। তিনি গত ছয় বছর ধরে যশোর কারাগারে রয়েছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, বিকেলে আসামি পলাশের সঙ্গে আবদুল জব্বারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খাবার প্লেট দিয়ে জব্বারের মাথায় আঘাত করেন পলাশ। এতে তিনি রক্তাক্ত হলে তাকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, কারাগার থেকে একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার মাথায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।