বিদেশি জাহাজ থেকে চুরি করা ৫৪৮০ লিটার ডিজেল জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করে পালানোর সময় পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল ও এক হাজার মিটার মুরিং রুপসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জব্দকৃত ট্রলার, ডিজেল ও মুরিং রুপ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বন্দরের পশুর নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় পশুর ও মোংলা নদীর ত্রিমোহনা এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালানো হয়। ট্রলারটিতে পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল ও এক হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রুপ (জাহাজ বাঁধার মোটা দড়ি) জব্দ করে। ওই সময়ে ট্রলারে থাকা চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি।

আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।