ফেনী যুব মহিলা লীগের সভাপতি আফরোজা, সম্পাদক মিমি
ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা আক্তার ও মঞ্জিলা আক্তার মিমিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন।
আবদুল্লাহ আল-মামুন/এএইচ/জিকেএস