সতর্ক সংকেত না থাকলেও মোংলায় ভারি বৃষ্টিপাত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

বাগেরহাটের মোংলায় রাত থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের মিয়াপাড়া, মুন্সীপাড়া, পশু হাসপাতাল রোড, জয়বাংলা, এনিউপাড়া, কেওড়াতলা, মাছমারাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে রাস্তাঘাট, মাছের ঘেরের বাঁধ, বসতবাড়ি পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন এখানকার মানুষ।

তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া কার্যালয়ের প্রধান কর্মকর্তা অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, সতর্কতা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন আর বৃষ্টি-বাতাসের সম্ভাবনা নেই। আশা করছি শুক্রবার থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন জেলেরা।

সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, বিকেলে সাগর উত্তাল না থাকায় জেলেরা গভীর সাগরে মাছে ধরতে গেছেন। দুবলাসহ সাগরের আবহাওয়া মোটামুটি ভাল।

আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।