আরও দুটি নলকূপ বসলো মুসার চরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২
নতুন স্থাপন করা টিউবওয়েল থেকে পানি তুলছেন চরবাসী

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা মুসার চরে আরও দুটি নলকূপ স্থাপন হয়েছে। ফলে স্থাপিত পাঁচটি নলকূপের চাপও কিছুটা কমেছে। এখন বেজায় খুশি চরের বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সুপারস্টার গ্রুপের আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে নলকূপ দুটি স্থাপন করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, চরটি জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। চরে ৪০টি পরিবারের প্রায় ৩০০ মানুষের বসবাস। খাবার পানিসহ ব্যবহারিক কাজে চাহিদা মেটাতে আছে মাত্র পাঁচটি নলকূপ। ফলে পরিবারগুলো সারা বছরই থাকে বিশুদ্ধ পানির সংকটে। টিউবওয়েল বসানোর সামর্থ্য না থাকায় অনেকে বধ্য হয়ে নদীর পানি পান করেন। এতে প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা।

বিশুদ্ধ পানি ও নলকূপের সংকট নিয়ে ৭ সেপ্টেম্বর জাগোনিউজ২৪.কম-এ ‘আমরা আর কতদিন নদীর পানি খামো? ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সুপারস্টার গ্রুপের নজরে আসে। পরে ওই প্রতিষ্ঠানের আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মুসার চরে মতিয়ার রহমানের উঠোন ও আবুল কালামের বাড়ির প্রাঙ্গণে দুটি নলকূপ স্থাপন করা হয়।

jagonews24

চরের বাসিন্দা লালবানু বেওয়া বলেন, ‘আগে টিউবওয়েল ছিল না নদীর পানি খাইছিলাম। এতে ছোট বাচ্চারা বিভিন্ন রোগে ভুগতো।এখন আর কোনো চিন্তা নাই। হামরা (আমরা) আর নদীর পানি খাই না। এ টিউবওয়েল পেয়ে অনেক খুশি।’

আরেক বাসিন্দা আব্দুল কালাম বলেন, আগে নদীর পানি খেতে হতো। কত আবর্জনা ও ময়লা ভেসে থাকতো। ঘোলা দুর্গন্ধ পানি ব্যবহার করতাম। ফলে নানান ধরনের রোগ দেখা দিত। এখন টিউবওয়েল স্থাপনে আমাদের পানির দুশ্চিন্তা দূর হয়েছে।’

সুফিয়া বেগম বলেন, ‘আইজ থাকি হামারগুলার (আমাদের) নদীর পানি খাওয়ার দিন শ্যাষ। টিউবওয়েল পায়া হামরা (আমরা) অনেক খুশি।’

সুপার স্টার গ্রুপের কুড়িগ্রাম ডিপো ইনচার্জ আব্দুল মোত্তালেব বলেন, ‘প্রতিষ্ঠানের শুরু থেকে সুপার স্টার গ্রুপের আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া জাগো নিউজকে বলেন, মুসার চরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাগো নিউজসহ সুপার স্টার গ্রুপকে ধন্যবাদ জানাই। ওই চরের মানুষের জন্য বড়ই উপকার হলো।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।