মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে ডাহুক নদীতে গোসল করতে নেমে ডুবে মো. মাহবুব (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে এ ঘটনা ঘটে। মাহবুব একই উপজেলার তিরনইহাট ইউনিয়নের পিঠা খাওয়া এলাকার আইনুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মাহবুব তার মায়ের সঙ্গে মামা শেখ ফরিদের বাড়িতে যায়। শুক্রবার দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে বাড়ির পাশে ডাহুক নদীতে গোসল করতে যায়। গোসলের সময় নদীর গভীর পানিতে মাহবুব তলিয়ে গেলে অন্য শিশুরা বাড়িতে এসে জানায়।

এসময় মামার বাড়ির লোকজনসহ স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে খঁজতে শুরু করেন। এক পর্যায়ে নদীর গভীর পানির নিচে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন কুমার রায় বলেন, নদীর পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামালা হয়েছে।।

সফিকুল আলম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।