কেন্দ্র থেকে বের হতেই পরীক্ষার্থীকে যৌন হয়রানি, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
যৌন হয়রানির মামলায় গ্রেফতার যুবক

ফেনীর সোনাগাজী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. আরমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ছাত্রীর সহপাঠীরা তাকে পুলিশের হাতে তুলে দেন। আরমান উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ জানায়, কেন্দ্র থেকে দুপুর ১টার দিকে বের হয় ওই ছাত্রী। স্কুল গেটে এলে আরমান ছাত্রীর হাতে থাকা পরীক্ষার ফাইল নিয়ে টানাটানি করেন এবং শরীরে হাত দেন। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। সহপাঠীরা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে মো. আরমানকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন জাগো নিউজকে বলেন, উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রীটিকে সেফ করে বখাটেকে পুলিশে দিয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জাগো নিউজকে বলেন, বখাটে আরমানকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে মামলা হয়েছে, তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।