রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটিতে সিএনজি চালিত অটোরিকশা চালককে মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে শহরজুড়ে রোববার (১৮ সেপ্টম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৭ সেপ্টম্বর) রাতে শহরজুড়ে মাইকিং করে এ কর্মসূচির কথা জানান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, শনিবার রাত ১০ টার দিকে রাঙ্গাপানি-আসামবস্তি সড়কে ইসকন মন্দিরের সামনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেনের গাড়ি ভাঙচুর এবং তাকে মারধোর করে সন্ত্রাসীরা।

এর পূর্বে গত শুক্রবার (১৬ সেপ্টম্বর) সন্ত্রাসীরা চাঁদার দাবিতে কাপ্তাই-আসামবস্তি সড়কের দুই নাম্বার আগার বাগান এলাকায় অটোরিকশা শ্রমিক কামালকে মারধোর ও তার গাড়ি পুড়িয়ে দেয়। এব কর্মকাণ্ডের সুষ্ট বিচার ও অটোরিকশা শ্রমিকদের জানমালের নিরাপত্তার দাবিতে রোবার (১৮ সেপ্টম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা সিএনজি বন্ধ ঘোষণা করা হলো।

রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, আমাদের ওপর একের পর এক হামলা হচ্ছে। এর সুষ্ট বিচার আমরা চাই। আমরা এরই মধ্যে প্রশাসনকে জানিয়েছি এবং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আমরা কাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা সিএনজি বন্ধ ঘোষণা করেছি। তবে জরুরি সেবা ও এসএসসি/দাখিল পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে বলেও জানান এ শ্রমিক নেতা।

সাইফুল উদ্দীন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।