শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম উপজেলা সদরের হাসপাতাল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজের জামাতা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি কোলাপাড়ায় তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। রোববার দুপুর ১টার দিকে ফেনী ফেরার পথে সিএনজি স্টেশনে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফেনীতে স্থানান্তর করেন।

jagonews24

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, ‘উপজেলা ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী মিলনের ওপর অতর্কিত হামলা চালান। তারা রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরতর আহত করেন। বর্তমানে তাকে ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী বলেন, ‘উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্সমাহমুদ ইউনিয়নের দলীয় একটি কর্মসূচিতে রয়েছেন। ছাত্রলীগের কেউ এ হামলার সঙ্গে জড়িত নয়। এটা বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটতে পারে।’

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা নেই।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।