চাল-ডাল-ব্রয়লার মুরগির বাজার খুব অস্থির: প্রতিযোগিতা কমিশন
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বলেছেন- চাল, ডাল ও ব্রয়লার মুরগির বাজার খুব অস্থির। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। কেউ যদি অসাধু পন্থায় মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান বলেন, সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয় বলেই সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে না। এই সিন্ডিকেট দূর করায় প্রতিযোগিতা কমিশনের কাজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রতিযোগিতা কমিশনের সদস্য জি এম সালেহ উদ্দিন বলেন, আইনটি নতুন। অনেকেই এই আইনটি সম্পর্কে জ্ঞাত নন। তবে অসাধুতার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আমরা এই আইনের আওতায় আনতে পারি।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ বক্তব্য দেন।
এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম