ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় জেবা আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী।

নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। আর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন তার সঠিক কোনো উত্তর দিতে পারেননি কেউ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে কাঁঠালবাড়িয়া গ্রামের সোবান মণ্ডলের ছেলে কামরুলের সঙ্গে জেবা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক বছর পর তার স্বামী সংযুক্ত আরব আমিরাত চলে যান। এখনো তিনি সেখানেই আছেন। জেবা-কামরুল দম্পতির কারিমা নামে ৯ মাস বয়সী কন্যা সন্তান আছে।

নিহত জেবার চাচা তানভির মোল্যা বলেন, খবর পেয়ে আমরা গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে আমার ভাতিজি জেবার মরদেহ ঝুলে আছে। আমাদের দাবি, তাকে হত্যা করে মরদেহ শ্বশুরবাড়ির লোকজন ঝুলিয়ে রেখেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা করবো।

তবে নিহত জেবার ভাসুর শাহআলম মণ্ডল বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী জেবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে আত্মহত্যা করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি না। তবে তার সঙ্গে কারো ঝগড়াও হয়নি।

এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।